ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়ল হিজবুল্লাহ


ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়ল হিজবুল্লাহ


২৪ নভেম্বর তেল আবিবে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্থ গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ছবি : রয়টার্স

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ১১ ইসরায়েলি আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

হিজবুল্লাহর দাবি, প্রথমবারের মতো ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এরসঙ্গে তেল আবিবের সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

লেবাননের বৈরুতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় ২৯ জন নিহতের পরদিনই এই তেল আবিবে এই হামলা চালাল হিজবুল্লাহ।

এদিন তেল আবিব শহরতলীসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে জানায়, লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও পরে জানানো হয়েছে ৩৪০টি ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।

Post a Comment

Previous Post Next Post