সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পাবেন।

 

অন্তর্বর্তী সরকার সকল সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল বেতনের সঙ্গে অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতা থেকে সুবিধা পাবেন।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মহার্ঘ ভাতা প্রদান সময়োপযোগী সিদ্ধান্ত। এজন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যা এ বিষয়ে সুপারিশ প্রদান করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, "মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের জন্যই কমিটি গঠন করা হয়েছে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে, সে বিষয়ে কমিটি সুপারিশ করবে। আপার লিমিট এবং লোয়ার লিমিট নির্ধারণ করা হবে। স্টাফদের ক্ষেত্রে হয়তো ভাতার হার কিছুটা বেশি হতে পারে।পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন।"

মহার্ঘ ভাতার বিষয়ে সরকারকে সুপারিশ দিতে মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি করেছে সরকার। এই কমিটি আরো দুইটি সভা করে তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে জানিয়েছেন কমিটির সদস্য এবং জনপ্রশাসন সচিব।

Post a Comment

Previous Post Next Post