সচিবালয়ে আগুন:কারন অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন।

 

সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, বুধবার রাত আড়াইটায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে জননিরাপত্তা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি। প্রয়োজনে কমিটি এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পাওয়া যায়। কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ছয় ঘণ্টারও বেশি চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

Post a Comment

Previous Post Next Post