ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায় রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমর্পণের সময় যে চারটি অস্ত্র জমা দিয়েছিল, সেগুলো খেলনার বলে নিশ্চিত করেছে ঢাকা জেলা পুলিশ।
পুলিশ জানায়, যৌথবাহিনীর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিন ডাকাত আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের সময় তারা ‘তিনটি দেশীয় অস্ত্র’ জমা দিয়েছে বলে র্যাব জানায়।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ৬ জন গ্রাহককে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ১৮ লাখ টাকা লুট করার খবর পায় জরুরি সেবা ৯৯৯। এরপর দ্রুত ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘিরে ফেলে।
পুলিশ আরও জানায়, ডাকাতদের সঙ্গে মুঠোফোনে কথা বলে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়, কোনো হতাহতের ঘটনা ছাড়াই। আটককৃতরা হলেন মো. লিয়ন মোল্লা ওরফে নিরব (পেশায় ড্রাইভার), মো. আরাফাত (ছাত্র) এবং মো. সিফাত (ছাত্র)।
Post a Comment