সিলেটে এক মাহফিলে অতিথিকে কমলাটি খাওয়ার জন্য দিয়েছিলেন এ
এক প্রবাসী। ছবি:সংগৃহীত
বিষয়টি শুনে অনেকেই অবাক হলেও সিলেটের গোলাপগঞ্জে একটি কমলা দুই লাখ টাকায় বিক্রি হয়েছে। গতকাল শনিবার রাতে গোলাপগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলামে ডাকা হয়, যেখানে এই কমলাটি দুই লাখ টাকায় বিক্রি হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের প্রধান অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)।
মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী অতিথি আছজাদ আল মাদানী (রহ.)-এর জন্য একটি কমলা দান করেন। তখন তিনি কমলাটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন। ৫ হাজার টাকা থেকে নিলাম শুরু হয়ে প্রায় ২৫ মিনিট ধরে চলে। শেষ পর্যন্ত কমলাটি দুই লাখ টাকায় বিক্রি হয়।
ওয়াজ মাহফিলে কমলাটি দুই লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থ মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
মাহফিলে উপস্থিত স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ প্রথম আলোকে জানান, নিলাম ডাক প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু হয়। ধীরে ধীরে দাম বাড়তে থাকে এবং এক পর্যায়ে এটি এক লাখ টাকা ছাড়িয়ে যায়। তখন মনে হচ্ছিল, দাম আর বাড়বে না। তবে সবাইকে অবাক করে দিয়ে নিলাম দুই লাখ টাকায় গিয়ে শেষ হয়। গোলাপগঞ্জের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী নগদ অর্থে কমলাটি কিনে নেন।
Post a Comment