বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ঘোষণা করেছেন, "আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না।" মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উমামা ফাতেমা আরও বলেন, "জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি এখনো ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এসব মানুষের যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।"
অনুষ্ঠানে আন্দোলনের এই দাবিগুলোতে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে।’
মুখপাত্র আরও বলেন, "জুলাই মরে যায়নি। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবেই ’৯০-এর মতো, ’৭১-এর মতো ’২৪-কে ব্যর্থ হতে দেব না।"
তিনি প্রশ্ন তোলেন, "৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পাঁচ মাস পর কেন আমাদের শহীদ মিনারে এক হতে হলো? গত পাঁচ মাসে সরকারের কী কোনো প্রোক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয়নি? তারা কি এতটাই ব্যস্ত ছিল যে, জুলাইয়ের একটি ঘোষণাপত্রও ঘোষণা করার সময় পায়নি?"
তিনি জানান, এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যাতে ন্যায়বিচার ও পরিবর্তনের দাবি আরও শক্তিশালী করা যায়।
"এই জুলাইয়ে যারা জীবন দিয়ে রাস্তায় লড়াই করেছিলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এটি আমাদের ঐতিহাসিক দায়," বলেন মুখপাত্র।
তিনি আরও বলেন, "গতকাল প্রেসসচিব যখন জুলাই প্রক্রিয়েশন ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন, আমরা সেটিকে স্বাগত জানিয়েছি। তবে আমরা এই প্রক্রিয়াতে কোনো ধরনের কালক্ষেপণ চাই না।"
তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ করে জীবন দেওয়া যোদ্ধাদের প্রতি ন্যায়বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও জনগণের সম্মিলিতভাবে পালন করতে হবে।
Post a Comment