তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) একটি ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
পোস্টে তামিম লেখেন, "অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। সেই দূরত্ব আর ঘুচবে না। আমার আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় এখানেই শেষ। দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর রয়েছে, আমি চাই না আমাকে ঘিরে আলোচনা দলের মনোযোগ ব্যাহত করুক। এ কারণেই আগেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।"
তিনি আরও জানান, "বিভিন্ন সময় বলা হয়েছে আমি নাকি বিষয়টি ঝুলিয়ে রেখেছি। কিন্তু এক বছরেরও বেশি সময় আগে নিজেই বিসিবির চুক্তি থেকে সরে দাঁড়িয়েছি। তাই আমাকে নিয়ে কোনো পরিকল্পনার প্রয়োজন নেই।"
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নির্বাচক কমিটির আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম বলেন, "তারা আমাকে ফেরানোর জন্য বলেছে। তবে আমি নিজের মনের কথাই শুনেছি। ২০২৩ বিশ্বকাপের আগে যা ঘটেছে, তা আমার জন্য বড় ধাক্কা ছিল। যদিও ক্রিকেটীয় কারণে দলের বাইরে যাইনি।"
পরিবারের প্রসঙ্গে তিনি জানান, "আমার ছেলে বাবাকে দেশের জার্সিতে খেলতে দেখতে চেয়েছিল। ভক্তদের এবং ছেলেকে হতাশ করার জন্য আমি দুঃখিত। তবে সে যখন বড় হবে, বাবার সিদ্ধান্তকে বুঝতে পারবে।"
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইতে প্রথমবার অবসরের ঘোষণা দিয়ে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফিরেছিলেন তামিম। যদিও এরপর আর আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেননি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির তোড়জোড়ের মধ্যেই দ্বিতীয়বার চূড়ান্তভাবে অবসরের সিদ্ধান্ত জানালেন এই কিংবদন্তি ওপেনার।
Post a Comment