ফরচুন বরিশালের হয়ে ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি রিশাদ হোসেন। তবে সিলেট পর্বে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলায় ৩ ওভারে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই লেগস্পিনার। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে একটি মেডেনসহ ৩টি উইকেট শিকার করেছেন।
সিলেটের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই রিশাদ হোসেনের। লেগস্পিনার রিশাদ মনে করেন, এটি ছিল দলের কম্বিনেশনের প্রয়োজনে। তিনি বলেন, "টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। এতে আমার তেমন অস্বস্তি লাগেনি।"
"দলের জন্য যা দরকার, সেটাই হবে। ক্যাপ্টেন বা কোচ কিছু বলেননি, শুধু জানিয়েছিলেন টিম কম্বিনেশনের কারণে বাইরে ছিলাম," বলেন রিশাদ হোসেন। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি।
সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও এতে কোনো আক্ষেপ নেই রিশাদের। এসব নিয়ে তিনি ভাবেনও না। রিশাদ বলেন, "আমি এত কিছু চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের কারণে খেলতে না পারা তো আমার হাতে নেই।"
রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে বিপিএল আর বিগ ব্যাশ একই সময়ে হওয়ায় তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তিনি বিপিএলকে বেছে নেন, ফলে বিদেশি লিগে খেলার সুযোগ হাতছাড়া হয়। তবুও এতে কোনো আক্ষেপ নেই তার।
তিনি বলেন, "আমি আগেই বলেছি, কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। যেদিন যা থাকে, সেটাই নিয়ে কাজ করি। এখন বিপিএল চলছে, তাই এই টুর্নামেন্ট নিয়েই ভাবছি। বিগ ব্যাশ খেলা হয়নি, রিজিকে ছিল না। ইনশাআল্লাহ, পরেরবার হবে।"
Post a Comment