বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনালে ভারতের কাছে পরাজিত হলো বাংলাদেশ।

 

     অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত

বোলাররা ভারতের রানকে নাগালের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। রান তাড়ার শুরুটাও বেশ ভালো ছিল। তবে ব্যাটিংয়ে নিয়মিত চাপ আর রান তোলার সংগ্রামে হিমশিম খেতে খেতে শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজিত হতে হয়।

অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪১ রানে হার মেনেছে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে রান তাড়ার শুরুতে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান তুলেছিল বাংলাদেশ। তবে পরের ছয় ওভারে কোনো বাউন্ডারি আসেনি, এমনকি ওভারপ্রতি ৬ রানও তুলতে পারেনি। এই সময়ের মধ্যে বাংলাদেশ হারায় আরও ২টি উইকেট।

তারপরও শেষ ৪৮ বলে ৬৩ রান প্রয়োজন ছিল, হাতে ছিল ৬ উইকেট। পরিস্থিতি কঠিন হলেও জয়ের আশা একেবারে শেষ হয়ে যায়নি। কিন্তু তখনই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ ভেঙে পড়ে। ২৬ বলের মধ্যে মাত্র ১৩ রান তুলতে গিয়ে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে দল।

জয়ের সম্ভাবনা থাকা ম্যাচে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৮.৩ ওভারে মাত্র ৭৬ রানে। অথচ ইনিংসের বিরতিতে বাংলাদেশ দল নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল।

Post a Comment

Previous Post Next Post