শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য দিল্লিকে চিঠি পাঠানো হলো

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা, এমনটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "ভারতকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে, বিচার কার্যক্রমের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে।"

কোন প্রক্রিয়ায় তাকে ফেরত চাওয়া হয়েছে—এ প্রশ্নে তিনি জানান, ভারত সরকারকে বিষয়টি নোট ভারবাল (কূটনৈতিক পত্র) আকারে জানানো হয়েছে।

এর আগে, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবসে পদক প্রদান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Post a Comment

Previous Post Next Post