সৃজিতের সঙ্গে ঋতাভরীর সেলফি ঘিরে গুঞ্জন, আলোচনা চলছে তাদের ঘনিষ্ঠতা নিয়ে।

 

সৃজিতের সঙ্গে ঋতাভরীর সেলফি ঘিরে গুঞ্জন

যে বুকে মাথা রাখার কথা ছিল মিথিলার, সেখানে কেন অন্য কেউ? এমন প্রশ্ন উঠেছে একটি ছবি ঘিরে। ছবিতে দেখা যায়, কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, আর তিনি সেই মুহূর্তে সেলফি তুলছেন।

মঙ্গলবার সৃজিত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?"

এতে নেটপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। প্রাক্তন ঋতাভরীকে নিয়ে হঠাৎ এমন আবেগমাখা পোস্ট কেন? কীসের জমাখরচ বা হিসাব বাকি তাদের? কেউ প্রশ্ন তুলছেন, পুরোনো প্রেম কি নতুন করে জাগছে? নাকি এটি শুধুই পুরনো স্মৃতির রোমন্থন?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সৃজিত ও ঋতাভরী একসময় গভীর সম্পর্কে ছিলেন। যদিও দুজন কখনোই এ নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। তাদের বিচ্ছেদের কারণও অজানা।

বর্তমানে সৃজিত ও ঋতাভরী দুজনেই নিজেদের জীবন নতুনভাবে সাজিয়েছেন। সৃজিত বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে, যিনি দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে বাংলাদেশে আছেন। অন্যদিকে ঋতাভরী মুম্বাইয়ে কাজের সূত্রে চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post