তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অনশন শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার বিকেল পৌনে ৫টা থেকে তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, "আমরা এক ঘণ্টার সময় বেঁধে দিয়ে অঙ্গীকারের লিখিত চিঠি চেয়েছিলাম। কিন্তু মন্ত্রণালয় থেকে এখনও কোনো চিঠি আসেনি।"
ফলে পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
অনশনরত শিক্ষার্থী রায়হান রাব্বি কালের কণ্ঠকে বলেন, "আমরা আমাদের দাবির কথা স্পষ্ট জানিয়েছি। দাবি পূরণ না হলে রাজপথ ছাড়ব না।"
"আমাদের দাবি আগামী বুধবারের মিটিংয়ে মানা হবে—এ বিষয়ে লিখিত অঙ্গীকার দিতে হবে। লিখিত প্রতিশ্রুতি পেলে আমরা অনশন ভাঙব," বলেন আন্দোলনরত শিক্ষার্থী রায়হান রাব্বি।
তিনি আরও জানান, "এর আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।"
Post a Comment