শেরপুরে বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত ৯ হাজার বই জব্দ, আটক ১ জন।

 

শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধাতিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয়।

অভিযানের সময় একটি ঢাকাগামী পিকআপে তল্লাশি চালিয়ে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ৯ হাজার বই উদ্ধার করা হয়। পরে পিকআপ চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post