সাত কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় শাহবাগ মোড়ে বিক্ষোভে নেমেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তারা শাহবাগে জড়ো হন।
এরপর শিক্ষার্থীরা জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, দুপুর ২টার মধ্যে দাবি আদায়ে কোনো উদ্যোগ দেখা না গেলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
শিক্ষার্থীরা বলেন, "দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও আমাদের দাবি পূরণ করা হয়নি। তাই আজ লং মার্চ কর্মসূচি পালন করছি।" তারা অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
Post a Comment