মুন্সিগঞ্জে রাতে ফার্মের ১১টি ভেড়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 


মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে দুটি অন্তঃসত্ত্বাসহ ১১টি ভেড়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্নী এলাকায় বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফেটেনিং ফার্মে এই ঘটনা ঘটে। নিহত ভেড়াগুলোর মধ্যে দুটি অন্তঃসত্ত্বা, চারটি বাচ্চা এবং পাঁচটি পূর্ণবয়স্ক ছিল।

ফার্মের দেখভালের দায়িত্বে থাকা মো. মামুন জানান, তিন বছর ধরে তিনি এখানে কাজ করছেন। ফার্মের আশপাশে স্থানীয় মাদকসেবীরা মাদক গ্রহণ এবং আড্ডা দিত। তিনি তাদের সেখানে মাদক সেবন থেকে বিরত থাকতে বলেছিলেন। ধারণা করা হচ্ছে, তারা ক্ষিপ্ত হয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মামুন আরও বলেন, শনিবার রাত ২টার দিকে কুকুরের চিৎকারে তার ঘুম ভাঙে। তখনও ভেড়াগুলো জীবিত ছিল। সকালে ঘুম থেকে উঠে তিনি তাদের মৃত অবস্থায় পান। ভেড়াগুলোর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং রক্ত ঝরছিল।

ফার্মের মালিক মো. আশিক জানান, তার কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। কেন এমন নির্মমভাবে বোবা প্রাণীগুলোকে হত্যা করা হলো, তা তিনি বুঝতে পারছেন না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post