ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ। নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও বন্ধ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অধিভুক্ত সাত কলেজকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাবির অধীনে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।

 সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত কলেজের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের ধৈর্য ধারণ, সম্প্রীতি বজায় রাখা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার আহ্বান জানিয়েছে। সভায় সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনকভাবে পৃথক করার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালনা নিয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে আনা হয়েছে। এর ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে নতুন ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম পরিচালনার সুপারিশ করেছে।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণসহ অন্যান্য বিষয়গুলোও বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। যারা ইতোমধ্যে ঢাবির অধীনে ভর্তি হয়েছেন, তাদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post