এবার যেভাবে নির্বাচন করা হবে ফিফা 'দ্য বেস্ট'

 

       দ্য বেস্ট পুরস্কারের ট্রফি হাতে লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস-২০২৪’-এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এই পুরস্কারটি মূলত ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে বছরের সেরা ফুটবলার, গোলরক্ষক, কোচ এবং গোলদাতাদের সম্মান জানাতে দেওয়া হয়।

এবারের আসরে সমর্থকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট, ফিফা ডট কম-এ বিভিন্ন পুরস্কার ক্যাটাগরিতে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

বেস্ট ফিফা মেনস প্লেয়ার, উইমেনস প্লেয়ার, মেনস কোচ, উইমেনস কোচ, মেনস গোলকিপার এবং উইমেনস গোলকিপার পুরস্কারের ক্ষেত্রে সমর্থকদের ভোট, জাতীয় দলের অধিনায়ক ও কোচ এবং মিডিয়া প্রতিনিধিদের ভোটের সমান গুরুত্ব থাকবে।

এছাড়া, ‘ফিফা ফ্যান অ্যাওয়ার্ড’-এর বিজয়ী নির্ধারণ হবে শুধুমাত্র সমর্থকদের ভোটের মাধ্যমে। অন্যদিকে, ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচন করবেন বিশেষজ্ঞদের একটি প্যানেল।

নতুনভাবে চালু হওয়া ‘মার্তা অ্যাওয়ার্ড’ এবং ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-এর বিজয়ী নির্ধারণ করা হবে সমর্থকদের ভোট এবং ফিফা লেজেন্ডস প্যানেলের যৌথ সিদ্ধান্তে, যেখানে উভয়ের ভোটের মূল্যমান সমান থাকবে।

এই বছরের ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে ভোটিং প্রক্রিয়ায় উল্লেখযোগ্য নতুনত্ব হলো, সমর্থকরা প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস ইলেভেন’ এবং ‘দ্য বেস্ট ফিফা উইমেনস ইলেভেন’ নির্বাচন করতে পারবেন। ৭৭ জন মনোনীত খেলোয়াড়ের তালিকা থেকে (২২ জন ডিফেন্ডার, ২২ জন মিডফিল্ডার, ২২ জন ফরোয়ার্ড এবং ১১ জন গোলকিপার) তারা নির্দিষ্ট ট্যাকটিকাল ফরমেশনে নিজেদের পছন্দের দল গঠন করতে পারবেন। এই ক্ষেত্রে সমর্থকদের ভোট এবং বিশেষজ্ঞ প্যানেলের ভোটের সমান গুরুত্ব থাকবে।

এছাড়া, ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’-এর নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

পুরুষদের ফুটবলে সেরা গোলের পুরস্কার যেকোনো চ্যাম্পিয়নশিপ বা ঘরোয়া ফুটবল থেকে নির্বাচিত হতে পারে। এবারের আসরে নতুনভাবে ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার নামে চালু করা হয়েছে ‘ফিফা মার্তা অ্যাওয়ার্ড’, যা নারীদের সেরা গোলের জন্য দেওয়া হবে।

‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৪ আজ রাতে কাতারের দোহা থেকে সরাসরি সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে।

Post a Comment

Previous Post Next Post