শেখ হাসিনা অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন: খন্দকার মোশাররফ

 


শেখ হাসিনা অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার দাবি, বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টিই এখন শেখ হাসিনার মূল লক্ষ্য।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রকারীরা নানা চেষ্টা করবে। তবে, সরকারকে সমর্থন দিয়ে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। যে দেশই হোক, এসব ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, তত দ্রুত দেশ স্থিতিশীলতার পথে ফিরে যাবে।

Post a Comment

Previous Post Next Post