সাদপন্থীরা ইজতেমা করার অনুমতি পেলেন।

 


আগামী বছর টঙ্গীর ময়দানে ইজতেমা না করার শর্তে এ বছর তাবলিগ জামাত বাংলাদেশের মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা আয়োজনের অনুমতি পেয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

উপসচিব আবু সাঈদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলিগি কার্যক্রম না করার শর্তে এ বছর দ্বিতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা আয়োজন করতে পারবেন।

ফলে আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদের অনুসারী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Post a Comment

Previous Post Next Post