জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি হিসেবে দেখে। তার মতে, তরুণরা নেতৃত্বে না এলে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান ঘটতো না। এসময় তিনি তরুণদের দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনায় বড় ধরনের জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। তরুণরা যেখানে পরিবর্তন চায়, তথাকথিত রাজনীতিবিদরা সেখানে কেবল নিজেদের স্বার্থ নিয়ে ভাবেন। তারা জনগণের কল্যাণের চেয়ে নিজের অনুগত লোকদের ক্ষমতায় বসানোর দিকেই বেশি মনোযোগী।
তিনি আরও বলেন, তথাকথিত রাজনীতিবিদরা তরুণ প্রজন্মকে তাদের জন্য হুমকি মনে করে, কারণ তারা নতুন প্রজন্মের চিন্তাভাবনা ও সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।
তবে এখন আর শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে রাজপথে নামার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন সারজিস। তিনি বলেন, অভ্যুত্থানের সময় আমরা প্রয়োজনের তাগিদে রাজপথে নেমেছিলাম। এখন তরুণদের দায়িত্ব হলো সত্যকে সত্য বলা এবং অন্যায়কে স্পষ্টভাবে চিহ্নিত করা। যারা নীতিনির্ধারক হবে, তাদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
সরকার পতনের ছয় মাসের মধ্যেই আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে সারজিস বলেন, "২০২৪ সালের সবচেয়ে বড় হিংস্র সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি দেয়?" তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মুখোমুখি হতে হবে।
Post a Comment